আওয়ার ইসলাম: দারুল উলুমে দেওবন্দের অনলাইন ফতোয়ায় একজন প্রশ্ন করেছেন, আমার একটি প্লট আছে। আমি বিক্রি করতে চাচ্ছি। একজন হিন্দুব্যক্তি সেটা ক্রয় করতে চাচ্ছে। আমি জানি সে হিন্দুব্যক্তি এ প্লট ক্রয় করে মন্দির তৈরি করবে।
দারুল উলুম দেওবন্দ Fatwa:311-247/D=04/1441 নম্বর ফতোয়ায় এর জবাব দিয়েছে। ফতোয়ায় বলা হয়, হিন্দুব্যক্তির কাছে আপনার প্লটটি বিক্রি করা জায়েজ হলেও আপনি যেহেতু জানেন যে এ প্লট ক্রয় করে সেখানে মন্দির তৈরি করা হবে, সেজন্য আপনার উচিৎ তাদের কাছে প্লট বিক্রি থেকে বিরত থাকা।
দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার সাইট থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি