শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদক সেবনে নোবিপ্রবি’র ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক সেবনের অভিযোগ প্রমাণ হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হল থেকে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ নভেম্বর হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী মাদক (গাঁজা) সেবন করেন বলে অন্য শিক্ষার্থীরা অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তে মাদক সেবনের অভিযোগ প্রমাণ পাওয়া যায়।

তদন্ত কমিটির সুপারিশ মালা পর্যালোচনা করে হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সার্বিক সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে গত ২৭ নভেম্বর জরুরি সভা ডাকা হয়। সভায় ওই তিন শিক্ষার্থীকে তিন দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

এছাড়া, শাস্তিপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন হল প্রশাসনকে না জানিয়ে অবৈধভাবে হলে অবস্থান করায় তাকে অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হলের প্রভোস্ট ড. মুহা. আতিকুর রহমান বলেন, হলে যারা অবৈধভাবে অবস্থান করছে, তাদের কয়েক দিনের মধ্যে বৈধ হতে হবে। তা না হলে তাদের হল ত্যাগের নির্দেশ দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ