শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


হবিগঞ্জে ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।

গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো- ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন লস্করপুর গ্রামের নিউ সুজাত ব্রিকস, বশিনা এলাকার নিউ মেট্রো ব্রিকস ও তগলী এলাকার সাগর ব্রিকস।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইশরাত জাহান পান্না। তিনি বলেন, ইটভাটা তিনটি দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সনাতন পদ্ধতিতে ইট পুড়িয়ে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আজ (মঙ্গলবার) অভিযান চালিয়ে ওই তিনটি ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, এই উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি কৃষি জমির টপ সয়েল ব্যবহার না করার উপরও আমরা বিশেষভাবে নজরদারী করছে।

অভিযানের সময় পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহমেদ, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের একটি টিম তাদেরকে সহযোগিতা করে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ