আওয়ার ইসলাম: নেত্রকোনা ও লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এবং সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে নেত্রকোনায় মালবাহী অটোরিকশার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খাদিজা খানম নামে এক কলেজছাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে মদন এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কেন্দুয়া যাচ্ছিল। পথে গুগবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁচামালবাহী একটি অটোরিকশার সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই খাদিজা খানম নিহত হন। এ সময় আহত চারজনকে উদ্ধারে পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোচালক গোলাপ মিয়াকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে এদিন সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতার গোপটা নামক এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুহা. নাঈম নামে এক কলেজছাত্র নিহত এবং তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতির অভিমুখে মোটরসাইকেল যোগে রওনা হন কলেজে পড়ুয়া তিন বন্ধু। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী নাঈম ঘটনাস্থলে নিহত হন। তার অপর দুই বন্ধু ও সিএনজি চালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ও সদর উপজেলার জকসিন এলাকার জাহাঙ্গীরের ছেলে। আহতরা হলেন রাসেল, মাহি ও সিএনজি চালক। এর মধ্যে আহত মাহিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
-এএ