ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন 'আল আমিন সংস্থা'র ব্যবস্থাপনায় ও আল্লামা শাহ আহমদ শফী সেবা সংস্থার সহযোগিতায় ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল আগামীকাল ২৭ নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে।
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিন চলবে এ তাফসির মাহফিল। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি দেলোয়ার দেলোয়ার হোসাইন (ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ)।
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন, মাওলানা মামুনুল হক (ঢাকা), মাওলানা জুনায়েদ আল হাবিব (ঢাকা), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।
মাওলানা রাফি বিন মুনির (ঢাকা), মাওলানা ইসমাইল খান (মেখল)।
মাহফিলে কুরআন তিলাওয়াত করবেন, কারী সাইদুল ইসলাম আসাদ ঢাকা।
সভাপতিত্ব করবেন আল আমিন সংস্থা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।
আরও তাফসির পেশ করবেন, মাওলানা জুবায়ের আহমদ আনসারী (বি-বাড়িয়া), মাওলানা নজরুল ইসলাম কাসেমী (ঢাকা), মাওলানা নাছির অাহমদ যুক্তিবাদী (গোপালগঞ্জ),মাওলানা নজির আহমদ টঙ্গী (ঢাকা), মাওলানা হাসান জামিল (ঢাকা),মাওলানা মুফতি মুস্তাকুন্নবী (কুমিল্লা),মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারি (ঢাকা), মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা) , মাওলানা হামেদ জাহেরী (ঢাকা),
আরএম/