আওয়ার ইসলাম: ইবাদতের জন্য অজু করা ফরজ। আর সঠিকভাবে অজু করাও ইবাদত। প্রশ্ন হলো- দাঁড়িয়ে অজু করলে কি অজু হবে?
এ ব্যপারে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে জানানো হয়েছে - যদি কোনও শারীরিক সমস্যা থাকার কারণে দাঁড়িয়ে অজু করে তাহলে কোনো সমস্যা নেই।
অন্যথায় কিবলার দিকে ফিরে বসে অজু করার ব্যবস্থা করা উচিত, তবে দাঁড়িয়ে অজু করাও বৈধ। আদব হলো বসে অজু করা।
- দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ, ভারত।
-আরএম