শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার সম্মান দেয়া সততার পুরস্কার’ ফ্যাসিস্ট সরকারের সব অন্যায়ের বিচার হবে : ডা. জাহিদ কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা

বাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু, রায় ১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু ও কয়েকজনকে আহত করার ঘটনায় দুই বাসের মালিক, চালক ও হেলপারদের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেয়া হবে আগামী ১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের তারিখ ধার্য করেন।

এদিন আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে হয়। এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করেন। রায়ের দিন এই মামলায় গ্রেফতার আসামিদেরও আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত।

এর আগে, গত ২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে ৭ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করা হয়। ৭ অক্টোবর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

এরপর আদালত গত ৪ নভেম্বর যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। কয়েকদিন যুক্তিতর্ক শুনানি করেন আসামি ও রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষ আসামিদের খালাস দেওয়ার পক্ষে ও রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন যুক্তিতর্কে।

গত বছর ২৫ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর জাবালে নুরের দুই বাসের মালিক শাহাদৎ হোসেন আকন্দ ও জাহাঙ্গীর আলম, দুই বাসচালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং দুই হেলপার এনায়েত হোসেন ও কাজী আসাদকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। এ ঘটনায় গ্রেফতার অন্য একটি বাসের চালক মুহা. সোহাগ আলী ও হেলপার মুহা. রিপন হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ