মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রায়বেন্ড ইজতেমা: হেদায়াতি বয়ানে যা বললেন মাওলানা ইব্রাহিম দেওলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের রাইবেন্ডে তাবলিগ জামাতের বার্ষিক ইজতেমার ২য় পর্ব শেষ হয়েছে আজ।

পাকিস্তানের মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলার আখেরি মুনাজাতে শেষ হয়েছে ৬ দিনের এ ইজতেমার ২য় পর্ব।

বয়ানে তিনি বলেন, প্রিয় ভাইরা আমার। আল্লাহর নেয়ামত দুনিয়ার মধ্যে অনেক অনেক বেশি। কেউ গুনে শেষ করতে পারবে না। সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। মুসলিম বানিয়েছেন।

এ নেয়ামতের উদ্দেশ্য হলো আল্লাহর বিধান আমাদের মানতে হবে। বলতে হবে হে আল্লাহ আমারা তোমারই ইবাদত করি। তোমারই সাহায্য প্রার্থণা করি।

আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো। আল্লাহ আমাদের কে দোয়া করতে বলেছেন, আবার দোয়া কবুল করার ওয়াদাও করেছেন।

রাসুল সা. আমাদেরকে দোয়া করা শিখিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে শিখিয়েছেন। আল্লাহ তায়ালা ওই বান্দাকেই পছন্দ করেন যে তার কাছে চায়।

আল্লাহ বান্দাদের দোয়া কবুল করার জন্য ‍ওসিলা খুঁজেন। এ জন্য দোয়া ইবাদত। দোয়া করলে আল্লাহর নৈকট্য অর্জন হয়। আল্লাহ তায়ালা সর্বপ্রথম আদম আ. কে দোয়া শিখিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে। চাইবে।

যে আল্লাহর ব্যাপারে যেমন বিশ্বাস রাখবে আল্লাহ তার সঙ্গে তমনিই আচরণ করবেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর উপর বিশ্বাস রেখে। যে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করবে আল্লাহকে ক্ষমাশীল মনে করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন।

আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যে আল্লাহর কাছে চায়। আল্লাহকে খুশি করা অনেক সহজ। দুনিয়ার বড় মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে কত অনুমতি লিখিত লাগে। কিন্তু রাজাধিরাজ আল্লাহর সঙ্গে কথা বলতে দেখা করতে কোনো অনুমতির প্রয়োজন  হয় না।

আল্লাহ বান্দার সব দোয়া কবুল করেন। তবে বান্দার যখন ভালো হয় তখন দান করেন। আল্লাহ তায়ালা দুনিয়াতে না দিলে আখেরাতে দিবে। দিয়ে বলবে দুনিয়ায় তুমি এটা চেয়েছিলা তখন দিলে তোমার এ এ ক্ষতি হতো, তাই আখেরাতে দিলাম। বান্দা খুশি হয়ে ভাববে ইশ যদি আরো বেশি দোয়া করতাম। আর আল্লাহর কাছে চাইতাম।

এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে চাইতে হবে।

আবু বকর রা. বললেন হে রাসুল সা. আমরা নামাজের পর কি দোয়া করবো। রাসুল সা. দোয়া শিখিয়ে দিলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া.....।

রাসুল সা. বলেন, তোমরা জান্নাত পাওয়ার জন্য দোয়া কর। কারণ যখন তোমরা জান্নাত লাভের জন্য দোয়া কর। তখন জান্নাত আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ তোমার এ বান্দা আমাকে পাওয়ার জন্য দোয়া করছে, তুমি আমাকে তার হাওলা করে দাও।

যে বান্দা দোযখ থেকে বাঁচার জন্য দোয়া করেন, দোযখ তখন আল্লাহর কাছে আবেদন করে হে  আল্লাহ তোমার এ বান্দা আমার থেকে বাঁচতে চায় তুমি আমার থেকে তাকে বাঁচিয়ে নাও।

আল্লাহ তায়ালা আমাদের সাবাইকে আল্লাহর থেকে চেয়ে নেয়ার তাওফিক দান করুন।

লাইভ ভিডিও থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ