আওয়ার ইসলাম: দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নেয়ায় চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
গতকাল শুক্রবার নওয়াজের দেশত্যাগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। এরপরই ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার ব্যাপারে তৎপর হয় তার পরিবার। ১০ নভেম্বর (রোববার) লন্ডনের উদ্দেশে তার পাকিস্তান ত্যাগ করার কথা রয়েছে।
দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লাটিলেট অত্যন্ত আশংকাজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লাটিলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এমন পরিস্থিতিতে নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চান তার পরিবার।
মেয়ে মরিয়ম নওয়াজ সাংবাদিকদের জানয়েছেন, নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি নিজে বাবার সঙ্গে লন্ডনে যেতে পারছেন না। তবে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ভাই শাহবাজ শরিফ লন্ডনে যাচ্ছেন।
নওয়াজের ব্যক্তিগত চিকিৎসক আদনান খান বলেছেন, শরিফের শারীরিক অবস্থা ‘জটিল’। তাৎক্ষণিকভাবে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া প্রয়োজন।
-এএ