আওয়ার ইসলাম: ফতুল্লায় নারীদের উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের আরো পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব-১১। গত মঙ্গলবার রাতে ফতুল্লা থানার উত্তর ইসদাইর বটতলা গাবতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুহা. কামরুল হাসান (৩৭), মো. সাদ্দাম হোসেন (২৮), মো. আলমগীর হোসেন (২৮), মো. জীবন মিয়া (২৭) ও লিটন চন্দ্র দাস (৩৫)। তাঁদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এর আগে ২৩ অক্টোবর একই গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সবাই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। তাঁরা বিভিন্নভাবে এলাকার নারী ও মেয়েদের শ্লীলতাহানি করে আসছিলেন। বিশেষ করে পোশাকশিল্পগামী নারীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করার অভিযোগ প্রবল।
গ্যাংস্টার গ্রুপের সদস্যরা ফতুল্লা থানা ও এর আশপাশে সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাইও করে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হলেও অস্ত্রের ভয়ে কেউ মুখ খুলতে বা প্রতিবাদ করতে সাহস পেত না। এই গ্যাংস্টার গ্রুপের নেতৃত্ব দেয় গাবতলী নতুনবাজার এলাকার উজ্জ্বল নামের এক সন্ত্রাসী। উজ্জ্বল পলাতক।
র্যাব আরও জানায়, নারায়ণগঞ্জের গাবতলী এলাকায় অপরিচিত লোক এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিস ছিনিয়ে নিত গ্যাংস্টার গ্রুপের সদস্যরা।
-এএ