আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা এ সরকারকে উৎখাত করবো, আর সময় দেয়া যাবে না।
পাকিস্তানের ইসলামাবাদে সরকার বিরোধী আজাদি মার্চে সভাপতির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমাদের কর্মীরা বৃষ্টিতে এবং উন্মুক্ত আকাশের নীচে স্থিতিশীলতার পাহাড়ে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, জাতির সম্মানিত লোকেরা আজাদি মার্চে বসে আছেন, তারা এখানে সময় কাটাতে কিংবা পিকনিক করতে আসেনি। আমরা এমন একটি সাংবিধানিক সরকার চাই যা পাকিস্তানের সংবিধানকে প্রতিবিম্বিত করে। আমরা গণতন্ত্র চাই। গণতান্ত্রিক সরকার চাই। অবৈধ সরকার চাই না।
তিনি ঘোষণা দিয়ে বলেন, আগামী ১২ রবিউল আওয়াল আজাদি মার্চের অংশ হিসেবে সীরাত কনফারেন্স করা হবে।
মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা এ দেশে কেবল ন্যায়বিচার দেখতে চাই; আমরা ব্যর্থ সরকারকে পরাস্ত করার জন্য কাজ করে যাচ্ছি। জনগণ আমাদের পক্ষে আছে। তিনি বলেন, এ সরকার লক্ষ লক্ষ মানুষকে বেকার করেছে, তিনি চাকরি দেওয়া মিথ্যা দাবি করেছিল।
ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি