আওয়ার ইসলাম: আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার ইসমাইল চৌধুরী সম্রাটকে রমনা থানার এক অস্ত্র মামলায় অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় করা অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আজ আদালতে চার্জশিট জমা দেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটের বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো চালানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ ও র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রতিদিন এবং প্রতি মাসে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রভাবশালী নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনকে টাকা দিতেন।
উল্লেখ্য, সহযোগী আরমানসহ সম্রাটকে ৭ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে সাথে নিয়ে ঢাকাস্থ তার বাসা ও কার্যালয়ে তল্লাশি চালায় ব্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
-এএ