শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর চাঁনখারপুল মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালে বাসচাপায় ঢাকা মহানগর মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও তার বন্ধু গালিব (২২)।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ছাত্রীর নাম মনীষা বর্মণ অথৈ (২১)। তিনি ঢাকা থিয়েটার মঞ্চ নাট্যদলের নাট্যকর্মী।

প্রত্যক্ষদর্শী বলেন, তারা দুই জন মোটরসাইকেলে চাঁনখারপুল ঢাল দিয়ে ফ্লাইওভারে উঠছিলেন। তখন পেছন থেকে আরেকটি মোটরসাইকেল দ্রুত তাদেরকে অতিক্রম করার সময় তারাও তাদের মোটরসাইকেলের গতি বাড়ায়। তখন তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তারা ছিটকে পড়ে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের একটি বাস তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায়। সাথে মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে তাদের দুই জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

হতাহতদের বন্ধু রাব্বি জানান, তাদের দুই জনের বাসা পুরান ঢাকার গেন্ডারিয়া। ঢাকা মহানগর মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অথৈ। গালিব কবি নজরুল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে কয়েক বছর আগে। সন্ধ্যায় তারা দুই জন টিএসসি মোড় থেকে আড্ডা দিয়ে বাসায় যাচ্ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (ইনচার্জ) আব্দুল খান জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েটিকে মৃত ঘোষণা করেন। আর গালিবের দুই হাত-পায়েসহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ