শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বিদেশেও রয়েছে জিকে শামীমের সম্পদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিকে বিল্ডার্সের মালিক গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের দেশে-বিদেশে নামে-বেনামে আরও সম্পদ রয়েছে। এ ছাড়া তিনি বিদেশেও অর্থপাচার করেছেন বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতির মামলা তদন্তের অংশ হিসেবে তার সম্পদের তথ্য উদ্ঘাটনে শামীমকে সাত দিনের রিমান্ডে এনে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল সোমবার ছিল তার রিমান্ডের দ্বিতীয় দিন।

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মুহা. জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত একটি টিম। জিজ্ঞাসাবাদ শেষে শামীমকে রমনা থানায় রাখা হয়।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে তারা মামলা করেন। দুদকের উপপরিচালক মুহা. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। এর বাইরেও বেনামে শামীমের আরও অনেক সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। এ ছাড়া অভিযোগ আছে তিনি দেশের বাইরেও অর্থপাচার করেছেন। তাই নামে-বেনামে থাকা সম্পদের তথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদ বিষয়ে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মুহা. মোজাম্মেল হক খান বলেন, জিকে শামীমের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এখন মামলার তদন্ত চলছে। আমরা আদালতের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি অবৈধভাবে ২৯৭ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। আমাদের কাছে আরও তথ্য আছে, তার টাকার পরিমাণ আরও বেশি হতে পারে। তার দেশে-বিদেশে আরও টাকা থাকতে পারে। আমরা মনে করি, রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিজ্ঞাসাবাদকালে শামীম যদি কোনো প্রভাবশালীর বিষয়ে তথ্য দেন, সেটি রেকর্ড করা হবে। এসব তথ্য পরে আমাদের অনুসন্ধানের কাজে লাগবে।

তবে দুদকের এক কর্মকর্তা বলেন, জিকে শামীম তার অবৈধ সম্পদের বিষয়ে এখনো মুখ খুলছেন না। কৌশলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা হচ্ছে।

জিজ্ঞাসাবাদকালে শামীম দাবি করেছেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তিনি একজন ঠিকাদার। অন্য ব্যবসায়ীরা যে পদ্ধতিতে ব্যবসা করেন, তিনিও ব্যবসা করেছেন একইভাবে। এর জন্য তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করেছেন।

এদিকে জিকে শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান জিকে বিল্ডার্সের জব্দৃকত তিনটি ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মুহা. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছেন।

শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অজিউল্লাহ, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের কার্যালয়ে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। ওই দিন তার কার্যালয় থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র, ৯ হাজার মার্কিন ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, একটি আগ্নেয়াস্ত্র এবং মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়। এসব মামলা তদন্ত করছে পুলিশ ও র‌্যাব। অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৭ অক্টোবর শামীমকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ