আওয়ার ইসলাম: ফিলিস্তিনি এক যুবককে দুই হাত উপরে তুলে সামনের দিকে এগিয়ে যেতে বলে পেছন থেকে গুলি চালিয়েছেন ইসরায়েলের একজন নারী পুলিশ। গুলিবিদ্ধ যুবক লুটিয়ে পড়ার সেই ভিডিও ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে।
ফাঁস হওয়া ওই ভিডিওটি জেরুসালেমের পার্শ্ববর্তী আল জেইম নামক চেক পয়েন্টে ধারণ করা। ভিডিওতে দেখা যায়, গুলি লাগার সঙ্গে সঙ্গেই যুবকটি মাটিতে লুটিয়ে পড়েন। যদিও তার গায়ে বিদ্ধ হয়েছে রাবার বুলেট। ফলে প্রাণে বেঁচে গেছেন ওই যুবক।
ইসরায়েলি টেলিভিশনের খবরে বলা হয়, ওই যুবককে সেখান থেকে দু’হাত উঁচিয়ে চলে যেতে বলা হয়। তবে আরেকজন নারী পুলিশ তাকে গুলি করেছেন। এ ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আঘাত পাননি।
ইসরায়েলি পুলিশ বলছে, ঘটনাটি জানার পর ওই নারী পুলিশকে অপসারণ করা হয়েছে। তার স্থলে অন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিচার বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে তদন্ত করে দেখছে। তবে ঘটনাটি বছর দেড়েক আগের বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, ওই সময় তার সঙ্গে যে নারী দায়িত্ব পালন করেছিলেন, তাকেও অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোও নিন্দা জানিয়েছে ইসরায়েলি পুলিশের।
সূত্র: জেরুসালেম পোস্ট
আরএম/