আওয়ার ইসলাম: চলমান সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ইরাকে অন্তত ১৩জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
অক্টোবর থেকে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রায় ২৬০ জন ইরাকি নাগরিক নিহত হয়েছেন। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া প্রথম দফার বিক্ষোভে ১৪৯জন বেসামরিক নিহত হন। এদের প্রায় ৭০ শতাংশ মৃত্যুই মাথায় ও বুকে গুলি লাগার কারণে হয়েছে।
প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি’র সরকার, অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি, বেকারত্ব ও নানা অনিয়মের বিরুদ্ধে ২৫ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
দেশটিতে সোমবার রাতে কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেয়, তবে মঙ্গলবার সকাল থেকে ইন্টারনেট চালু করে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ফের বন্ধ করে দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে বেকারত্ব ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে ইরাকে। এছাড়া দেশটিতে বিদ্যুৎ ও নিরাপদ পানির মত মৌলিক সেবাগুলো সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশ্বব্যাংকের এক হিসাবে দেখা যায়, ইরাকে বেকারত্ব ২৫ শতাংশে পৌঁছেছে। এছাড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার জরিপে, ইরাক দুর্নীতিতে বিশ্বে ১২তম।
আরএম/