শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে প্রকল্প পরিচালকসহ ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মুহা. নাসির উদ্দিন এ সংক্রান্ত নোটিশ পাঠান। এ প্রকৌশলীদের আগামী ৬, ৭, ১১, ১২ ও ১৩ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকা-সহ দুর্নীতির বিভিন্ন অভিযোগের বিষয় গত ১৭ অক্টোবর নাসিরউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে দুদক। দলের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মুহা. আতিকুর রহমান ও উপসহকারী পরিচালক মুহাম্মদ শাহজাহান মিরাজ। অনুসন্ধানের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং গণপূর্তের প্রধান প্রকৌশলী বরাবর পাঠানো দুটি চিঠিতে এ তলব করা হয়েছে।

তলবকারীদের মধ্যে ৬ নভেম্বর হাজির থাকবেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, পাবনা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুহা. তারেক, তাহাজ্জুদ হোসেন ও মুহা. মোস্তফা কামাল, উপসহকারী প্রকৌশলী মুহা. কামারুজ্জামান, মুহা. আবু সাঈদ ও মুহা. ফজলে হক।

আগামী ৭ নভেম্বর তলব করা হয়েছে রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম জিল্লুর রহমান, পাবনা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, পাবনা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশল মুহা. শফিকুল ইসলাম, সুমন কুমার নন্দি, মুহা. শাহীন উদ্দিন ও মুহা. জাহিদুল করিমকে।

আগামী ১১ নভেম্বর হাজির থাকবেন রাজশাহী গণপূর্ত অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহা. নজিবুর রহমান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহা. শফিকুর রহমান, পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, মুহা. রওশন আলী, রাজশাহী সার্কেলের উপসহকারী প্রকৌশলী মুহা. আহসানুল হক ও খোরশেদা ইয়াছরিবা।

আগামী ১২ নভেম্বর তলব করা হয়েছে রাজশাহী গণপূর্ত অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মুহা. আলমগীর হোসেন, শাহনাজ আক্তার, পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মুহা. শফিউজ্জামান ও মুহা. রওশন আলী এবং রাজশাহী গণপূর্ত অঞ্চলের সাবেক সহকারী প্রকৌশলী মকলেছুর রহমানকে।

আগামী ১৩ নভেম্বর হাজির থাকবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক মুহা. শৌকত আকবর, উপপ্রকল্প পরিচালক মুহা. হাসিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মুহা. মাহবুব রহমান, মুহা. মেহেদী হাসান এবং পাবনা গণপূর্ত বিভাগের মুহা. রফিকুজ্জামান।

প্রসঙ্গত, রূপপুর প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মাণাধীন গ্রিনসিটি আবাসন প্রকল্পে অস্বাভাবিক ব্যয় করা হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের দুই কমিটির তদন্তে ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার অনিয়মের কথা উঠে আসে এবং ৩৪ প্রকৌশলীকে দায়ী করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ