শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আল্লামা ইকবাল ও জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ও আল্লামা ইকবাল যেভাবে পাকিস্তানকে দেখতে চেয়েছিলেন, ঠিক তেমন একটি দেশ গড়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দেশটির বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

শনিবার ইসলামাবাদে অবস্থানরত আজাদী মার্চের সমর্থকদের সামনে দেয়া এক ভাষণে তিনি এ প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

মাওলানা ফজলুর রহমান বলেছেন, অদক্ষ শাসক পাকিস্তানের জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে। বর্তমান সরকার অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। গেল ৭০ বছরের তুলনায় বেশি ঋণ নেয়া হয়েছে গেল এক বছরে।

মুদ্রার অবমূল্যায়ন ও স্ফীতিতে সাধারণ মানুষের জীবনে বিপর্যয়কর প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

তিনি বলেন, সরকারকে যদি আর বেশি সময় দেয়া হয়, তবে পাকিস্তানের অবস্থা চরম অবনতির দিকে যাবে।

শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, অবৈধ সরকারকে না হটানো পর্যন্ত সাংবিধানিক সীমাবদ্ধতার ভেতরে থেকে একটি লক্ষ্যে এগিয়ে যাবেন তারা।

প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ক্ষমতায় নেই, এটা অবশ্যই এখন আপনাকে মাথায় নিতে হবে। কাজেই আপনার তাবেদারির সময় শেষ হয়ে গেছে।

‘এখন দেশ আমাদের নিয়ন্ত্রণে। আমরা অর্থনীতিকে শান্তিপূর্ণভাবে চালাবো। ভেঙে পড়া অর্থনীতিকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবো।’

সমাজের প্রতিটি অংশকে সুরক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই আলেম রাজনীতিবিদ। ইমরান খানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে ভদ্রতার সুযোগ না নেয়ার কথা স্মরণ করিয়ে দেন তাকে।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রতারক ও পুতুল সরকার আখ্যায়িত করেছেন দেশটির বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়ত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই বিক্ষোভের ডাক দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। আজ সেই আল্টিমেটার শেষ দিন। তবে ইমরান খান সে আল্টিমেটাম উড়িয়ে দিয়েছেন। কোন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি মানবেন না তিনি এবং পদত্যাগও করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ