শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

কোনও অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি মানা হবে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিক্ষোভকারীদের কোনও অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় গঠিত সরকারি কমিটিকে নিজের এমন মনোভাবের কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। খবর জিও টিভি-র

শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি-র খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারি আলোচকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাদের কাছে নিজের মনোভাব জানিয়ে দেন ইমরান খান।

সরকারি আলোচকরা শনিবার ইমরান খান ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির কোর কমিটির সঙ্গে তাদের আলোচনায় সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।

জিও টিভির খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকের নেতৃত্বাধীন সরকারি আলোচক কমিটি মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের রাহবার কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। ইমরান খান খাত্তাকের কমিটিকে রাহবার কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিক্ষোভকারীরা যেন সরকারকে ব্ল্যাকমেইল করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইমরান। তিনি বলেন, বিক্ষোভকারীরা ব্ল্যাকমেইল করতে চাইলে কোনও আলোচনা হবে না। তবে নিজেদের যৌক্তিক দাবিদাওয়া থাকলে সেটি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে জানাতে পারে।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর প্রস্তুতি নিয়ে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইমরান খান। শুক্রবার ইসলামাবাদে আজাদি মার্চে মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। ওই ঘোষণার পর ক্ষমতাসীন পিটিআই-এর গঠিত কমিটি মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আবারও সাক্ষাতের সিদ্ধান্ত নেয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে আজাদি মার্চ নামের এক সরকারবিরোধী সমাবেশে বক্তব্য প্রদানের সময় মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি দুদিনের মধ্যে পদত্যাগ করুন। অন্যথায় আমরা অন্য কৌশল ভাবতে বাধ্য হব।

প্রসঙ্গত, নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই আজাদি মার্চের ডাক দিয়েছেন। দেশটির প্রধান প্রধান বিরোধী দলও তার সাথে একাত্মতা পোষণ করেছেন।

গত সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি পদযাত্রা বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়।

বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। লাখো জনতার বহর নিয়ে এদিন ইসলামাবাদে ঢুকেন মাওলানা ফজলুর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ