আওয়ার ইসলাম: নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে পাকিস্তানে চলছে আজাদী মার্চ। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে চলমান এ আন্দোলন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির শীর্ষস্থানীয় ইসলামি স্কলার ও ধর্মীয় নেতা মুফতি মোহাম্মদ তাকি উসমানি।
শনিবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি লেখেন, “করাচী থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে এত দীর্ঘ ও সুসংহত ও শান্তিপূর্ণ পথযাত্রা দেশের ইতিহাসের উদাহরণ। সমর্থক দল ও বিরোধী দলসমূহকে এটি স্বীকার করা উচিত।”
তিনি ওই টুইট বার্তায় আরও লেখেন, “আল্লাহ তায়ালা এ আন্দোলনকে ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও অসহিংস রাখুন এবং পরিণতি আরও উত্তম হোক। ভালো হয়েছে যে, সরকার এতে কোন বাধা দেয়নি। ”
শনিবার পৃথক আরেকটি টুইটে তিনি লেখেন, “এই মার্চ সম্পর্কে বলা হচ্ছিল, এতে মাদরাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মাদরাসায় তালিম চালু রয়েছে। আজাদী মার্চে ছাত্রদের সংখ্যা সাধরণ মানুষদের তুলনায় অনেক কম ছিল এবং অংশগ্রহণের জন্য কারও ওপর কোন চাপ দেওয়া হয়নি। তবে মার্চের উদ্দেশ্য এবং সেগুলি অর্জনের উপায় অস্পষ্ট।”
প্রসঙ্গত, নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই আজাদি মার্চের ডাক দিয়েছেন।
গত সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি পদযাত্রা বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়।
বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। লাখো জনতার বহর নিয়ে এদিন ইসলামাবাদে ঢুকেন মাওলানা ফজলুর রহমান।
আরএম/