আওয়ার ইসলাম: হঠাৎ করে রক্তের প্লাটিলেট কমে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে গত এক সপ্তাহ ধরে ডিটেনশন সেন্টার থেকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সেখানে চিকিৎসকরা এখন পর্যন্ত তার অসুস্থতার কারণ খুঁজে বের করতে পাছেন না।
এ কারণে তাকে অন্য কোনো হাসপাতাল অথবা বিদেশে নিয়ে চিকিৎসার কথা ভাবছেন তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শীর্ষ নেতারা।
ইসলামাবাদ হাইকোর্টে তার অন্তর্বর্তীকালীনের জন্য যে আবেদন করা হয়েছিল, তার শুনানি হওয়ার কথা রয়েছে আজ মঙ্গলবার।
২১ অক্টোবর সাবেক ওই প্রধানমন্ত্রীর প্লাটিলেট কমে ২৮ হাজারে নেমে আসে। যা স্বাভাবিকের চেয়ে এক লাখ ২২ হাজার ইউনিট কম।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান জানিয়েছেন, হঠাৎ করে প্লাটিলেট কমে যাওয়ার কারণ এখনও বের করতে পারছেন না চিকিৎসকরা। এ অবস্থায় বাইরে নিয়ে চিকিৎসা করানোর কোনো বিকল্প নেই।
আরএম/