আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। বিতর্কিত এই নেতার মৃত্যু সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন টার্নিং পয়েন্ট বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সিরিয়ায় এক অভিযানে বাগদাদির মৃত্যুর সংবাদ প্রকাশের পরপরই এরদোগান এই মন্তব্য করেন।
ডেইলি সাবাহ এরাবিকে প্রকাশিত খবরে আশাবাদ ব্যক্ত করে এরদোগান আরও বলেন, জোটবদ্ধভাবে সন্ত্রসবাদের বিরুদ্ধে দৃঢ় সংগ্রাম চালিয়ে গেলে সমগ্র মানবজাতির জন্য শান্তি বয়ে আনবে। সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্কের ত্যাগের কথা উল্লেখ করে তুর্কী প্রেসিডেন্ট বলেন, আইএস পিকেকেসহ অন্যান্য আরও সন্ত্রাসী সংগঠনগুলো দমন করতে তুরস্কের চড়ামূল্য পরিশোধ করতে হয়েছে। এবং বাগদাদির মৃত্যুর ঘটনায় উচ্ছ্বসিত হয়ে দেশবাসীকে শুভকামনাও জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গতকাল রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় তুরস্ক রাশিয়া ও ইরাকের যৌথ অভিযান পরিচালনাকালে আইএস-এর শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর দাবী করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি সাবাহ অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/