আওয়ার ইসলাম: চলতি অক্টোবর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত অন্তত ৬০ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মরুভূমি বনায়ন ও সবুজায়নের লক্ষে গতকাল শনিবার থেকে রাজধানী রিয়াদে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ উৎসব-কর্মসূচি।
পরিবেশ পানিসম্পদ ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছে। একইসঙ্গে আয়োজন সহযোগিতায় রয়েছে অন্তত ৩৭ টি সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।
উৎসবের প্রথম দিনেই বিভিন্ন জাতের অন্তত ৫০ হাজার বৃক্ষ রিয়াদের মরুভূমিতে রোপণ করা হয়েছে-এসময় কমপক্ষে দেড়হাজার কৃষিবিদ বৃক্ষরোপণ উৎসবে অংশ নিয়েছিলেন। বাবলা গাছসহ স্থানীয় পরিবেশ উপযোগী কয়েক জাতের বৃক্ষ রোপণ করা হয়েছে।
এপ্রসঙ্গে পরিবেশ বিষয়ক মন্ত্রী আব্দুর রহমান ফাজলি বলেন,পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং মরুভূমিকে সবুজায়নের ক্ষেত্রে আমাদের দুর্দান্ত এই পদক্ষেপ আশা করি সফল হবে। এছাড়াও, মন্ত্রী সকল সৌদি নাগরিককে গোটা দেশের মরুভূমিতে বৃক্ষরোপণের জন্য আহবান জানান।
আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/