আওয়ার ইসলাম: অযোধ্যায় বাবরি মসজিদ ইস্যুতে বিজেপির মতো কথা বলেছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা যতীন প্রসাদ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। যতীন এক সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
নভেম্বরে আযোধ্যা জমি সংক্রান্ত মামলার রায় দিতে পারে ভারতের সুপ্রিম কোর্ট। তার আগে বিষয়টি নিয়ে ভারতে আলোচনা তুঙ্গে।
যতীন প্রসাদ বলেন, ‘একজন হিন্দু হয়ে আমি অবশ্যই চাইব অযোধ্যায় রাম মন্দির গড়ে উঠুক। তবে আদালত যা রায় দেবে তা সবার মেনে নেওয়া উচিত। যত দ্রুত রায় প্রকাশ পাবে ততই ভাল।’
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কথায়, ‘কেবল হিন্দুরাই নয়, দেশের মুসলিম ভাইদের প্রশ্ন করা হলেও তারা বলবেন অযোধ্যায় রাম মন্দির গড়ে উঠুক।’
প্রসাদ ও রাওয়াতের মন্তব্য নিয়ে বেশ বিপাকে পড়েছে কংগ্রেস। এই ইস্যু নিয়ে ভারতের ঐতিহ্যবাহী দলটি সব সময় কৌশলী অবস্থানে থাকে।
দলের প্রবীণ নেতা সালমান খুরশিদের মতে, ‘আমাদের সবার সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখা উচিত। আদালতের রায়ই এই বিতর্কিত ইস্যুর মতভেদ দূর করতে পারে।’
আরএম/