আওয়ার ইসলাম: সপ্তাহ না পেরুতেই ফিলিস্তিনি কৃষকদের ওপর আবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি নাগরিকরা।
শুক্রবার (২৫ অক্টোবর) রামাল্লার উম্মে সাফা গ্রাম থেকে যায়তুন সংগ্রহের সময় কৃষকদের ওপর হামলা চালায় তারা।
গত বুধবার সালফিতে দরিদ্র কৃষকদের ওপর আক্রমণ করে যায়তুন চুরি করার মাত্র তিন দিনের মাথায় এ ঘটনা ঘটালো দেশটির বেসামরিক লোকজন।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদি রাষ্ট্রটির সৈন্যবাহিনীর সমর্থনে শুক্রবার বিকেলের দিকে এ হামলা চালানো হয়।
শনিবার সকালে উম্মে সাফার গ্রাম-সরকার মারওয়ান ওয়াফাকে নিশ্চিত করেছে, শুক্রবার বিকেলে তিনজন অস্ত্রধারী ইসরায়েলি বেসামরিক নাগরিক উম্মে সাফার কৃষকদের ওপর হামলা চালিয়ে নিজেদের ক্ষেত থেকে তাদের তাড়িয়ে দেয়। ইসরায়েলের সৈন্যবাহিনীর তত্ত্বাবধানেই তারা নিন্দনীয় এ ঘটনা ঘটিয়েছে।
মারওয়ান আরও জানান, উম্মে সাফার জিবিয়া গ্রাম সংলগ্ন বড় একটি জমির অবৈধ দখল নিয়ে বসতিস্থাপনকারীরা গরুর খামার গড়ে তুলেছে। তারই প্রেক্ষিতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
অবৈধ রাষ্ট্র ইসরায়েলি নাগরিকদের সীমালঙ্ঘন ও দখলদারি বন্ধে আন্তর্জাতিক শক্তিসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাম-সরকার মারওয়ান।
ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন
-এএ