আওয়ার ইসলাম: শীতের শুরুতেই পাঁচ লাখ ৯৮ হাজার দুস্থ মানুষের কাছে কম্বল পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। সেদিকে খেয়াল রেখে নতুন করে আরো কম্বল কিনতে টেন্ডার প্রক্রিয়া চলমান রাখা হয়েছে। সেই সঙ্গে দুস্থ জনগোষ্ঠীকে শুকনো খাবারও দেওয়া হবে। মানুষ এখন শান্তিতে বসবাস করছে। এ শান্তির ক্রমধারা বজায় রাখতে সরকার বদ্ধ পরিকর।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ অনেকে।
-এএ