আওয়ার ইসলাম: আ্ল্লাহ ও রাসূল সা.-এর অবমাননার প্রতিবাদে ভোলার তৌহিদী জনতার ব্যানারে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)।
বুধবার গণমাধ্যমে পাঠানো বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফি, সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ও বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যৌথ বিবৃতিতে এ সমবেদনা জানায়।
বিবৃতিতে তারা ভোলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ধর্মপ্রাণ মুসলমানদের উপর গুলিবর্ষণকারীদের শাস্তির ব্যবস্থা, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং ভোলার এস.পি ও বোরহান উদ্দিনের ওসি-কে প্রত্যাহারের জোর দাবি জানায়।
-এএ