আওয়ার ইসলাম: কাশ্মীরের নীলম ভ্যালিতে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে বড় ধরনের গুলি বিনিময়ের পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এদিকে, এ ঘটনায় ইসলামাবাদে ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।
রোববার (২০ অক্টোবর) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূত গৌরব অহলুওয়ালিয়াকে ডেকে পাঠায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদের পক্ষ থেকে সীমান্তের উত্তেজনার কথা জানানো হয়েছে উপরাষ্ট্রদূতকে।
রোববার সকাল থেকেই সীমান্তে চলে গোলাগুলি। হামলায় পাকিস্তানের সেনাসহ বিশজন নিহত হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম জন জানিয়েছে, সকালে সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ৯ ভারতীয় সেনা নিহত হয় এবং ভারতের দুটি ব্যাঙ্কার উড়িয়ে দেয়া হয়েছে।
দু’পক্ষই বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছোড়ার অভিযোগ তুলেছে একে অন্যের বিরুদ্ধে।
-এএ