আওয়ার ইসলাম: আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করে ইসলামি সংগঠনগুলো।
ঢাকার বাইতুল মোকাররমে তাৎক্ষণিকভাবে সর্বদলীয় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী দল। সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বি-বাড়ীয়ায় আলেমদের শহীদ করে আওয়ামী লীগ একবার ক্ষমতা হারিয়েছিলো। আজ ভোলায় মুসল্লিদের উপর নির্বিচার গুলি চালিয়ে ও মুসল্লিদের শহীদ করে আওয়ামী লীগ সরকার আবার তাদের পতন তরান্বিত করলো।
এ হত্যাকান্ডের বিরুদ্ধে সারাদেশে তাওহিদী জনতার আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। এ বর্বরোচিত হত্যাকান্ডে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত তাওহিদী জনতা ঘরে ফিরবে না।
বক্তারা ভোলার বোরহান উদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও গুলিবর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একইসাথে আহত সকল মুসল্লিকে যথাযথ ও উন্নত চিকিৎসার দাবী জানান।
বাংলাদেশ ইসলাম ছাত্র মজলিস সিলেট মহানগরের উদ্যোগে রোববার বিকেলে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভোলায় তাওহীদি জনতার হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মহানবী স.কে নিয়ে কটুক্তিকারী বিপ্লব নামক যুবকের ফাঁসি নিশ্চিত করতে হবে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে রোববার বাদ আছর নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের উপর পুলিশ প্রশাসন বর্বর হামলার নিন্দা জানান। এছঅড়াও তারা সরকারের কাছে হামলাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জোর দাবি জানান।
ময়মনসিংহ বড় মসজিদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। বিক্ষোভে অনতিবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দাবি জানান।
-এএ/আরএম