আওয়ার ইসলাম: কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির সিনেটর সিরাজুল হক। তিনি বলেছেন, কাশ্মীর রক্ষার আন্দোলন মূলত পাকিস্তান রক্ষার আন্দোলন।
গতকাল রোববার অ্যাবোটাবাদে কাশ্মীর আন্দোলন নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সিরাজুল হক বলেন, কাশ্মীরকে নিয়ে যত লড়াই এবং আন্দোলন এসবই ভারত এবং পাকিস্তানের মুসলমানদের জন্য করা হচ্ছে।
তিনি বলেন, বিগত ৭২ বছরে অধিকৃত কাশ্মীরের কোন অবস্থা ও অবস্থান পরিবর্তনের সাহস কেউ দেখায়নি। কিন্তু নরেন্দ্র মোদি-সরকার দেখিয়ে দিয়েছে, পাকিস্তানের সরকার দুর্বল, তারা কাশ্মীরকে ভারতের পুরোপুরি অংশ বানিয়ে নিয়েছে।
সিরাজুল হক গুরুত্বারোপ করে বলেন, শুধুমাত্র পাকিস্তান-ই নয় বরং ভারতীয় ২২ কোটি মুসলমানদের জন্যও কাশ্মীর রক্ষার আন্দোলন করতেই হবে।
ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/