আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্কে আমি কখনোই কোনো ‘ই-সিগারেট’ কোম্পানিকে তাদের পণ্য বাজারজাত করার অনুমতি দিব না।
ইস্তাম্বুলে এক তামাক বিরোধী অনুষ্ঠানে এরদোগান বলেন, আমি বাণিজ্যমন্ত্রীকে সব ধরনের ইলেক্ট্রনিক সিগারেট কোম্পানিকে অনুমতি দিতে নিষেধ করে দিয়েছি। যাতে বিষ বিক্রি করে কোনো কোম্পানি অঢেল অর্থ উপার্জনের সুযোগ না পায়।
তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, মুসলানদের উচিত সব রকমের নেশা জাতীয় দ্রব্য পরিহার করে আমাদের দেশীয় চা পান করা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৬ সালের এক জরিপ মতে, তুরস্কে শতকরা ২৭ পার্সেন্ট যুবক ধুমপায়ী। যাদের বয়স ১৫ বছরের বেশি। যেখানে ২০১০ সালে ধুমপায়ী ছিলো শতকরা ৩১ জন।
উল্লেখ্য, অস্ট্রোলিয়া, ব্রাজিল, ভারত এবং জপানসহ বিশ্বের বিভিন্ন দেশ ই-সিগারেটের উপর কঠোরতা আরোপ এর মার্কেট সীমিত করে এনেছে। (ডেইলি জং থেকে অবলম্বনে)
-ওএএফ