শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শা‌স্তি দা‌বি মুফ‌তি ফয়জুল করীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শা‌স্তি দা‌বি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফ‌তি ফয়জুল করীম।

সোমবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এ দাবি জানান।

ভোলায় মুসলমানদের মিছিলে পুলিশের গু‌লিবর্ষণের ঘটনার সঠিক তদন্ত, জ‌ড়িতদের বিচার এবং কটূ‌ক্তিকারীদের শা‌স্তির দা‌বিও জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মুফ‌তি ফয়জুল করীম বলেন, এটিই প্রথম নয়। এর আগেও শত শত বার, হাজার হাজার বার ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটূক্তি করা হয়েছে। কোনো তদন্ত বিশ্লেষণ করার আগে আপনি কীভাবে বললেন আইডি হ্যাক করা হয়েছে। আপনি কার পক্ষ অবলম্বন করেছেন এটা স্পষ্ট হয়েছে। আপনি ইসকনের পক্ষ অবলম্বন করেছেন।

তি‌নি বলেন, এদেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। শত শত বছর নয় হাজার হাজার বছর ধরে এদেশের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। আবরার হত্যার বিচার আমরা এখনো দেখি নাই। এরই মধ্যে বোরহাউদ্দীনে সাতজন মুসল্লি শহীদ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পু‌লিশের গুলিতে শহীদ প‌রিবারকে ক্ষতিপূরণ দেয়ার দা‌বি জানা‌চ্ছি। আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদেরও সর্বোচ্চ চি‌কিৎসা সেবার দা‌বি জানা‌চ্ছি।

মুফ‌তি ফয়জুল করীম বলেন, আমরা আর এভাবে প্রতিবাদ করতে চাই না। ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে আমরা তাদের সর্বোচ্চ শা‌স্তির বিধান করার দা‌বি জানা‌চ্ছি। আর পুলিশ বাহিনী কার ইশারায়, কার ইঙ্গিতে নির্বিচারে গুলি চালিয়েছে তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রে‌সি‌ডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শেখ ফজলে বারী মাসউদ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ