আওয়ার ইসলাম: ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশের আহ্বান জানিয়েছে মুসলিম ঐক্য পরিষদ। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই সমাবেশের আহ্বান জানানো হয়।
রবিবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে সংগঠনের নেতারা সোমবারে প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরেছেন।
দফাগুলো হলো:
১. মহানবী স. কে গালি দেওয়া বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর।
২. নিহত শহীদদের লাশ বিনা পোস্ট মেডাম হস্তান্তর করা।
৩. আজকের এই সংঘর্ষে আহতদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া।
৪. বোরহানউদ্দিনের ওসি ও ভোলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা।
৫. নিহতদের ক্ষতিপূরণ দেওয়া।
৬. গ্রেপ্তারকৃতদের নিঃশর্তে মুক্তি দেওয়া।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা তরিকুল ইসলাম, আতাউর রহমান, তাজউদ্দিন ফারুকী ও মিজানুর রহমান।
এর আগে, ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে চার ব্যক্তি বুলেটবিদ্ধ হয়ে নিহত ও দেড় শতাধিক জন আহত হন। জানা গেছে, ফেসবুকের এক আইডি থেকে মহানবী স. কে ‘কটূক্তি’র জের ধরে রবিবার (২০ অক্টোবর) তৌহিদি জনতার ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগেভাগে শেষ করার নির্দেশ দেওয়ায় ঘটনাস্থলে পরে আসা গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরএম/