আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশের সম্প্রতি কুরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে। ওই প্রদেশের কর্মকর্তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
জামফার’র গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল এ ব্যাপারে বলেন, শীঘ্রই কুরআন অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।
সম্প্রতি পবিত্র কুরআন অবমাননার ইস্যুতে এই প্রদেশের ২৪ সদস্যের কমিটি একটি তদন্ত করেছে। এই তদন্তের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মুহাম্মদ মেটাওয়াল কয়েক দিন পূর্বে গুরুত্বারোপ করে বলেছিলেন, জামফারা’র গভর্নর এই ধরনের অপরাধের দোষীদের মর্যাদা নির্বিশেষে শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমাঞ্চলের একটি দেশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। নাইজেরিয়ার প্রায় অর্ধেক জনগণ মুসলমান। অধিকাংশ মুসলমানেরা সেদেশের উত্তরাঞ্চলীয় প্রদেশসমূহে বসবাস করে। সেদেশের ৪০ শতাংশ জনগণ খ্রিস্টান এবং বাকী ১০ শতাংশ জনগণ বিভিন্ন ধর্মের অনুসারী। সূত্র: ইকনা।
-এএ