আওয়ার ইসলাম: নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ দিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পরে। এরপরই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে থাকা পরিবহনগুলো পরে চরম বিপাকে। বাধ্য হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া রুট দিয়ে পারাপার হওয়ার জন্য কাঁঠালবাড়ি ঘাট ত্যাগ করে অনেক গাড়ি।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ও শিমুলিয়া পয়েন্টে ১২টি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলছে। এক দিকে ড্রেজিং করলে আরেক দিকে পলি জমে যায় এ কারণে ফেরি চলাচল স্বাভাবিক করতে একটু বেশি সময় লেগেছে।
-এএ