শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

জাতীয় স্বার্থ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ইসহাক বলেছেন, জাতীয় স্বার্থ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দেশে মানুষের জান মাল ইজ্জতের ন্যূনতম গ্যারান্টি নেই। সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামছে না। খুন, ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্ত নেই মানুষের।

শুক্রবার সকাল ৮টায় চান্দিনার মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মোস্তফা কামালের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিরে মজলিস বলেন, ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরোধীতার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দেশবাসী সরকারের দেশ ও গণবিরোধী কর্মকান্ড মেনে নিবে না। বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আবরারের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা আবদুল জলিল।

বক্তব্য রাখেন ঢাকা মাদানী নগর মাদ্রাসার প্রধান মুফতি মুফতি বশিউরুল্লাহ, চান্দিনা আল-আমিন কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আবদুর রহীম ফারুকী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জোনের সহকারী পরিচালক মাওলানা আবদুল হক আমিনী, চান্দিনা থানা মসজিদের খতীব মাওলানা ফজলুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শাহিন।

কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি মাওলানা শরাফত আলী, কুমিল্লা মহানগর সভাপতি সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা নূরুল আমীন, কুয়েত শাখা সহসভাপতি হাফেজ ওযায়ের আহমদ, কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মাওলানা এমদাদুল্লাহ খান, মাওলানা আবু বকর সিদ্দিকী, আখতার হোসেন খান, মাওলানা রিজওয়ান মিয়াজী, মাওলানা আবদুস সালাম শরাফতি, মাওলানা শাব্বির আহমদ, ওবায়দুল্লাহ খান, ডা. যোবায়ের হোসেন মিয়াজী, মাওলানা ইলিয়াস বিন হাসেম, মাওলানা শাহাদৎ হোসাইন, মাওলানা নূরুল ইসলাম ফয়েজী, মাওলানা সারওয়ার হোসেন, মাওলানা সফিউল্লাহ ফরাজী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা ইসমাইল বিন ফারুকী প্রমুখ।

মাহফিলে মরহুম মাওলানা মোস্তফা কামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়-মুনাজাত করেন আমিরে খেলাফত মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ