আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ চাদের লক্ষ লক্ষ মানুষ যকৃত-প্রদাহ রোগে আক্রান্ত। এ পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে মিশর। মিশরীয় চিকিৎসকদের একটি বিশেষ টিম চাদের অন্তত ১০ লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদানের জন্য দেশটিতে সফর করবেন।
মিশরীয় পত্রিকা ‘আল আহরাম’ জানিয়েছে, চলতি অক্টোবর মাসেই মেডিকেল টিমের সদস্যরা চাদ সফরে যাবেন। সুষ্ঠুভাবে চিকিৎসা প্রদানের জন্য চাদের রাজধানী এনডামেনার কেন্দ্রীয় হাসপাতাল পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাদের স্বাস্থ্যমন্ত্রী মাহমুদ ইউসুফ খায়াল। তারা উভয়ে মিলে একটি খসড়া তৈরি করেছেন। খসড়া অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্পগুলোতে এই চিকিৎসাসেবা প্রদান করা হবে। এবং প্রয়োজনীয় ঔষধপত্রও বিতরণ করা হবে আক্রান্ত মানুষদের মাঝে।
আল আহরাম অবলম্বনে বেলায়েত হুসাইন
-এএ