শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

'স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এটি এম হেমায়েত উদ্দীন ছিলেন আপসহীন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: মারকাযুস সাহাবা বাংলাদেশ ফেনী জেলা অধ্যাপক মাওলানা এ,টি,এম হেমায়েত উদ্দীন রহ. এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গতকাল বুধবার বাদ মাগরিব শহরের মিসবাহুল কুরআন ওয়াসসুন্নাহ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজতের প্রশ্নে সদা জাগ্রত ও অতন্দ্র প্রহরীর ভুমিকায় ছিলেন অধ্যাপক মাাওলানা হেমায়েত উদ্দীন রহ.। রাজনীতিতে যার আদর্শ এদেশের সকলের জন্য অনুস্বরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, মাাওলানা হেমায়েত উদ্দীন রহ. এর অবদান শুধুমাত্র রাজনীতির ময়দান কিংবা ওয়াজের ময়দানে সীমাবদ্ধ ছিল না, সমাজ ও রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মসজিদের মিম্বার ও মাদরাসার দরসে কিংবা কলেজের শিক্ষকতাসহ সকল স্তরে সবসময় অগ্রণী ভুমিকা পালন করে গিয়েছেন, তিনি ছিলেন এদেশের তাওহীদি জনতার জন্য সাহাবা আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্তপুরুষ।

মারকাযুস সাহাবা বাংলাদেশের জেলা সভাপতি মুফতি আব্দুর রহমান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মারকাজুস সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নূরপুর মাদরাসার মুহাদ্দিস, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন মিসবাহুল কোরআন ওয়াসসুন্নাহর পরিচালক মাাওলানা হাফেজ ইউনুছ বিন ইদরিস সহ জেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও মাাওলানা হেমায়েত উদ্দীন রহ. এর মাগফিরাত কামনায় অশ্রুসিক্ত দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ