শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মুসলমান যে কারণে দীনের উপর জীবন পরিচালনা করবে: কাশ্মীরের আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন মাহমুদ♦ কাশ্মীরের গুন্দাহ কারীম নগর (তালাঙ্গা) মসজিদে যমযমে গত শুক্রবার জুমার নামাজের পূর্বে ইসলামি শিক্ষা এবং আমাদের সমাজের পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা খাজা কালিমুদ্দিন। তিনি জামিয়া সিদ্দিকিয়া ফয়জুল উলূম করীম মাদরাসার নাযেম এবং নায়েবে সদর জমিয়তে উলামা তালাঙ্গা।

তিনি বলেন, নবি কারীম সা. পূর্বে জাহিলিয়াতের জমানায় ছিলো সব ধরনের শিরক্ নগ্নতা, জুলুম নির্যাতন, এবং নিজ মেয়েকে জীবন্ত পুতে ফেলতো। সর্বদা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিলো তারা। ঠিকঐ মূহুর্তে আল্লাহ তায়ালা নবী কারীম সা. কে নবুওত ও রিসালাত দিয়ে পাঠিয়ে সবার মাঝে মুহাম্মদের ধর্মকে ব্যাপকভাবে ঘোষণা করে দিলেন এবং অবশ্যি রাসূল সা. আমাদের যে দীন শিক্ষা দিয়েছেন তা কেয়ামত পর্যন্ত থেকে যাবে। তাঁর আনিত ধর্ম কেয়ামত পর্যন্ত বিশ্বের আনাচে-কানাচে প্রতিটি মানুশের দৌরগোড়ায় পৌঁছাতে থাকবে।

এছাড়াও মাওলানা সাহেব আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আনুগত্য করার পদ্ধতি ও তাঁর উম্মতের সাথে সুন্দর ব্যবহার, এবং মুহাব্বাত ভালবাসার সাথে সদাচরণ করার ঘটনা উল্লেখ করে বলেছিলেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পথে না চলে অন্যদের পথ অনুসরণ করবে, সে পথে দুনিয়া ও আখেরাতে সাফল্য খুঁজে পাবে না।

ইরানের বাদশাহ খসরো পারভেজ যখন নবী করিম সা. এর ইসলামিক দাওয়াত সম্বলিত একটি চিঠি ইসলাম আনার প্রতি অসম্মান প্রকাশ করেছেন, তখন আল্লাহ তায়ালা তাকে এবং তার সালতানাতকে টুকরো টুকরো করে দিলেন।

এ ঘটনা উল্লেখ করার পর তিনি মুসলিম যুবকদের সম্ভোধন করে বলেছিলেন, ইসলামকে অমান্য করা এবং আল্লাহর রাসূলের নামের অবমাননার ফলস্বরূপ খসরো পারভেজ এবং তার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এমনিভাবে যে ব্যক্তি ইসলাম আনার প্রতি অনিহা প্রকাশ করবে, কুরআনের জ্ঞান ও রাসূলের শিক্ষা লঙ্ঘন করবে তার থেকে আল্লাহর রহমত ও নেয়ামত তুলে নেয়া হবে।

মাওলানা তার বয়ানের শেষে বলেছিলেন আজ আমাদের হৃদয়ে আল্লাহ, রাসূল, কুরআন,এবং আল্লাহর নবী সা. সুন্নত ও তার বাতলানো পদ্ধতিগুলির প্রতি মুহাব্বাত নেই বরং ইহুদী খ্রিষ্টানদের পথ অনুসরণ করি ভালবাসি এবং তাদের সংস্কৃতি অবলম্বন নিজের মাঝে ফিট করি, যদিও ইসলামের চেয়ে উত্তম কোন ধর্ম নেই এবং আল্লাহ তায়ালার রাস্তার চেয়ে উত্তম আর কোন উপায় নেই। সূত্র: ফিকরুখবর

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ