আশরাফুল আলম কাসেমী: দারুল উলুম দেওবন্দের শুবায়ে তালিমাতের (শিক্ষা বিষয়ক দপ্তরে) বয়োজ্যেষ্ঠ ও সবচেয়ে প্রবীণ কর্মকর্তা ইয়াকুব আলী ওরফে হাজীজী (৯২) বুধবার (১৬ অক্টোবর) সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জানা যায়, শায়খুল ইসলাম হযরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর সময় থেকে দারুল উলুম দেওবন্দের শুবায়ে তালিমাত বা শিক্ষা বিষয়ক দপ্তরে কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।
ইয়াকুব আলী সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দীর্ঘ কাল “শুবায়ে তালিমাতের” দাপ্তরিক দায়িত্ব পালন করেন কৃতিত্বের সাথে। বিশ্বস্ততার অনুপম দৃষ্টান্ত ছিলেন হাজীজী। তার বিশ্বস্ততার স্বীকৃতি স্বরূপ শেষ জীবন পর্যন্ত দারুল উলুম দেওবন্দে সিনিয়র কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।
সকল উস্তাদের বেতন-ভাতা তার মাধ্যমেই হস্তান্তর করা হতো। বেতন-ভাতা প্রদেয় সাক্ষর বইটি পেঁচিয়ে প্রত্যেকের নিকট গিয়ে পৌঁছে দিতেন। দীর্ঘ ৭৫ বছর দারুল উলুম দেওবন্দের খেদমত করে গেছেন হাজীজী।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর ইয়াকুব আলী হাজীজীর নামাজে জানাজা দারুল উলুম দেওবন্দের মোলসুরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
-এএ