আওয়ার ইসলাম: মার্কিন প্রশাসনের সাউথ ও সেন্ট্রাল এশিয়ান ব্যুরোর প্রধান অ্যালিস ওয়েলস হাফিজ সাইদসহ অন্য লস্কর নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। পাশাপাশি পাকিস্তান যে লস্কর ই তাইয়েবার চার নেতাকে গ্রেফতার করেছে, সেই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন তিনি।
জানা যায়, সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়া বন্ধ করতে ফের পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। হাফিজ সাইদসহ লস্কর ই তাইয়েবার নেতাদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইনি ব্যবস্থা নিতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
পাকিস্তানকে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে কালো তালিকাভুক্ত করা হবে কিনা, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আমেরিকার এই বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের নিজের ভবিষ্যত্ সুরক্ষিত করতেই সন্ত্রাসবাদ বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সময় এসে গিয়েছে বলে ট্যুইট করেছেন অ্যালিস। এর আগে অবশ্য একাধিকবার বিভিন্ন নেতাদের গ্রেফতার করলেও পরে তাদের ছেড়ে দিয়েছে পাক প্রশাসন।
তবে ইতোমধ্যেই ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় থাকা পাকিস্তান কালো তালিকায় ঢোকা এড়াতে আর কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয়। সূত্র: এনডিটিভি
-এটি