আওয়ার ইসলাম: গুমানতলি ফাজিল মাদরাসার অবস্থান সাতক্ষীরার শ্যামনগরে। তিন কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটিতে সদ্য নির্মিত হয়েছে দুর্যোগ প্রশমন ভবন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলায় একযোগে ভবনগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত রোববারের এ অনুষ্ঠানে ভবন উদ্বোধন উপলক্ষে মাদরাসার নতুন ভবনে আয়োজন করা হয় আলোচনাসভার। কিন্তু সভায় আকস্মিক ঘটে বিপত্তি। অধ্যক্ষ মাওলানা আব্দুল মহিদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন। 'স্লিপ অব টাং' যাকে বলে।
এ নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অধ্যক্ষ। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি ওই অধ্যক্ষের। বিচারে দোষী সাব্যস্ত করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে মাদরাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না- মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।
সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক এমপি এ কে ফজলুল হকের সভাপতিত্বে জরুরি সভায় কমিটির ১১ সদস্যের মধ্যে আটজন সদস্য উপস্থিত ছিলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক এমপি এ কে ফজলুল হক বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে বক্তৃতা দেওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুল মহিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না- এই মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
-এটি