আওয়ার ইসলাম: দেশের আটটি উপজেলা পরিষদ, দুইটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে আজ (সোমবার) সকাল ৯টা থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মুহা. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। এছাড়া তিনটি ইউনিয়ন পরিষদ, দুইটি পৌরসভা ও একটি ওয়ার্ডেও ইভিএমে ভোট নেয়া হচ্ছে।
বরিশালের মেহেন্দিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হচ্ছে ব্যালট পেপারে।
একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন পৌরসভায় ইভিএমে ভোট নিচ্ছে ইসি।
১৪টি ইউপি হলো: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে আজ (সোমবার) উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব নির্বাচনের ভোটের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
-এএ