আওয়ার ইসলাম: ইসলামি হিজাব নিয়ে বিষোদগার করেছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী জান মিশেল ব্লানগির। হিজাব ফ্রান্সীয় সভ্যতা ও মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি। হিজাব নিষিদ্ধকরণের বিষয়েও সবাইকে উৎসাহ প্রদানের আহবান জানান জান মিশেল। খবর ইয়েনি শাফাক আল আরাবিয়ার
রোববার ( ১৩ অক্টোবর ) ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ফ্রান্সীয় সমাজে ইসলামি হিজাব কাম্য নয় ;স্থানীয় প্রশাসনকে হিজাব নিষিদ্ধকরণের জন্য উৎসাহমূলক কাজ করার আহবান জানাই।
মুসলিম শিক্ষার্থীদেরকে স্কুলে আনানেওয়ার সময়ে তাদের মায়েদের হিজাব পরিধান করার ব্যাপারে মন্ত্রী বলেন,রাষ্ট্রীয় আইন শিক্ষার্থীদের মায়েদের হিজাব পরিধানের ক্ষেত্রে নিরুৎসাহিত করে না, তবে হিজাব নিষিদ্ধকরণের বিষয়ে স্থানীয় প্রাশাসনকে ভূমিকা রাখতে আহবান জানাই আমরা।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছেলেমেয়েদের পরস্পর হাত ধরাধরির ব্যাপারে জান মিশেল জানান,যেন তারা আর এরকম না করে সে বিষয়েরও কয়েকটি আইন প্রনয়ণ করা হয়েছে।
ইয়েনি শাফাক অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/