শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে নির্মমভাবে ৫ বছরের শিশুকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে বীভৎসভাবে হত্যার পর গেছে ঝুলিয়ে রেখছে পাথর-হৃদয়-দুর্বৃত্তরা। নিহত শিশুটিকে কান, যৌনাঙ্গ ও গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। তার পেটে দুটি ছুরি ঢোকানো অবস্থায় ছিল।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে ঘটে এই বীভৎস ঘটনা। নিহত তুহিনের বাবার নাম আব্দুল বশির। রোববার দিবাগত রাতে তুহিনকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয়। পরে সকালে গিয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

শিশুটির এক আত্মীয় ইমরান আহমেদ বলেন, ‘চার ভাইবোনের মধ্যে তুহিন দ্বিতীয়। হত্যাকাণ্ডের রাতে পরিবারের সঙ্গে পাশের ঘরেই ঘুমিয়েছিলেন তুহিনের বাবা। রাত আড়াইটার দিকে বশিরের ভাইপো বাড়ির লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে ঘরের দরজা খোলা রয়েছে। এসময় তুহিনকে ঘরের ভেতর পাওয়া যায়নি।

তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা উঠে তুহিনকে খোঁজাখুঁজি শুরু করেন। রাস্তার পাশে রক্ত দেখতে পাওয়ার পর আরও খোঁজাখুঁজি করে মসজিদের পাশে তুহিনের ঝুলন্ত লাশ পাওয়া যায়’।

শিশুটির চাচা আব্দুল মোসব্বির বলেন, তার ভাইয়ের সঙ্গে গ্রামে জমি নিয়ে অন্যদের বিরোধ রয়েছে। কিন্তু এ কারণে শিশুটিকে এভাবে হত্যা করার কথা চিন্তাও করা যায় না। যে-ই এই ঘটনা ঘটিয়ে থাকুক আমরা তার বিচার দাবি করছি’।

স্থানীয় রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, ছুরির বাটে গ্রামের সালাতুল ও সোলেমানের নাম খোদাই করা রয়েছে।

দিরাই থানার উপ-পরিদর্শক আবু তাহের মোল্লা বলেন, ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ