আওয়ার ইসলাম: জেরুসালেমের গভর্নর আদনান গাইথকে আটক করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের পুলিশবাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, জেরুসালেমের সিলওয়ান এলাকার নিজ বাড়ি থেকে গভর্নর আদনান গাইথকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও আশপাশের সড়কগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরাইলি পুলিশ।
একইদিনে ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ’র জেরুসালেমের সেক্রেটারি জেনারেল শাদি মুতিউরের বাসায়ও অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।
আকস্মিকভাবে জেরুসালেমের গভর্নরকে গ্রেফতারের কারণ এখনও জানা যায় নি। ইসরাইলি পুলিশ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয় নি।
এর আগে, ফিলিস্তিনের জেরুসালেম বিষয়ক মন্ত্রী ফাতি আল-হাদামিকে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ। দেশটির পুলিশ বিবৃতি দিয়ে এই গ্রেফতারের খবর জানিয়েছে। ফিলিস্তিন বলছে, ইসরায়েলের এমন পদক্ষেপ তাদের প্রাত্যহিক হয়রানিমূলক প্রচারণার অংশ।
আরএম/