আওয়ার ইসলাম: তুরস্কের সেনাবাহিনী এখন সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর অভিযান চালাচ্ছে। পশিমা দেশগুলো এই অভিযানের নিন্দা করলেও, সিরিয়া অভিযানে তুর্কিদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান।
আজ রবিবার (১৩ অক্টোবর) ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে তুরস্কের প্রতি নজিরবিহীন সমর্থন জানিয়েছে পাকিস্তান। এর কারণ হিসেবে ইমরান খান এক বিবৃতিতে বলেছেন, তুরস্কের সিরিয়া অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তাই পাকিস্তান এই অভিযানকে সমর্থন জানাচ্ছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপে এরদোগানকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, সিরিয়া অভিযানে আমরা তুরস্কের পাশে রয়েছি। এই অভিযানে পাকিস্তান পুরো সমর্থন এবং সংহতি জানাচ্ছে। আমাদের প্রত্যাশা আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য তুরস্ক যে উদ্যোগ নিয়েছে তা সম্পূর্ণরূপে সফল হবে।’
এদিকে, দু’দেশের সম্পর্ককে শক্তিশালী করতে এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাকিস্তান সফর করবেন। তিনি আগামী ২৩ অক্টোবরে একটি সরকারি সফরে পাকিস্তান আসবেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
তুরস্কর প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফর সম্পর্কে ইমরান খান বলেন, পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের জনগণ এরদোগানকে আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত।
প্রসঙ্গত, গত বুধবার থেকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক।
আরএম/