আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ বলেছেন, ছাত্র জীবনে ভালো রেজাল্ট করতে পারেনি। তবে ছয় দফাসহ দেশের প্রতিটি ছাত্র আন্দোলনের সময় তাদের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছি।
এ সময় তিনি শিক্ষার্থীদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে মনোযোগ দিয়ে পড়াশুনা করার তাগিদ দেন। পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন।
গতকাল শনিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আব্দুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে মিঠামইন-ইটনা ও অষ্টগ্রাম উপজেলার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
রাষ্ট্রপতি হাওড়ে ঝরেপড়া ও পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মানন্নোয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো নিয়োগ পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে প্রিলিতেই শিক্ষার্থীরা অকৃতকার্য হয়ে পড়ে। এ ক্ষেত্রে শহরের ছেলেমেয়েদের তুলনায় হাওড়াঞ্চলের শিক্ষার্থীরাই বেশি। এ জন্য তিনি শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষক-অভিভাবকদেরকে আরও বেশি মনোযোগী দৃষ্টি রাখতে বলেছেন।
-এএ