আওয়ার ইসলাম: ইএমআইএস সফটওয়্যার নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদরাসা শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে পৃথক এমপিও সফটওয়্যার মেমিস। খুব শিগগিরই মেমিসে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে।
শনিবার (১২ অক্টোবর) পাঁচ শতাধিক উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে এক কর্মশালার আয়োজন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ কর্মশালায় মাদরাসা শিক্ষকদের নতুন এমপিওভুক্তির স্থগিত থাকা কার্যক্রম চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হবে বলে নিশ্চিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর ইএমআইএস সেলে মাদরাসা শিক্ষকদের অনলাইন ও অফলাইনে নতুন এমপিওভুক্তি, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও তথ্য সংশোধনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।
অধিদপ্তর সূত্র জানা যায়, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপ-পরিচালকদের সমন্বয়ে গত ২ সেপ্টেম্বর একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় মৌখিকভাবে ‘মেমিস’ সফটওয়্যারের বিষয়ে জানানো হয়। খুব শিগগিরই কর্মকর্তারা নতুন শিক্ষকদের এমপিও আবেদন সরাসরি মেমিসে পাঠাবেন।
আরএম/