আওয়ার ইসলাম: সৌদি আরবের জেদ্দা সমুদ্রবন্দরের কাছে একটি ইরানি তেল ট্যাংকারে মিসাইল হামলার খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সেটির মালিকপক্ষ।
সৌদি উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে ‘সাবিতি’ নামে জাহাজটিতে দুইটি আলাদা বিস্ফোরণ ঘটানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দ্য নাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)।
বিস্ফোরণের সম্ভাব্য কারণ ‘মিসাইল হামলা’ হামলা বলে ধারণা করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনআইটিসি আরও জানায়, ‘‘সব ক্রু ও জাহাজটি নিরাপদে আছে। ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা চলছে।’’
তবে, ‘‘জাহাজে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং সেটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে,’’ ইরানি কর্তৃপক্ষের এমন দাবি মিসাইল হামলার দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
আরএম/